চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার একটি ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করবেন বিএনপি মহাসচিব।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা যায়, কিছুদিন আগে কারাগারে থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। তার নিয়মিত চেকআপও করা হয়নি। এজন্য শারীরিক চেকআপ করাতে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।
উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কিছু রোগে আক্রান্ত মির্জা ফখরুল।
কয়েক বছর ধরেই চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।