ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সাথে থাকছে না খালেদ মাহমুদ

আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদক ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে থাকছে না খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে আগামী ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পা রাখবেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর যোগ দিবেন সাকিব-তামিমদের অনুশীলনে। তার অধীনে ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই সিরিজে দলের সাথে থাকছেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের প্রধান কোচের ভূমিকায় আছে খালেদ মাহমুদ সেখানে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “ইংল্যান্ডের সঙ্গে আসন্ন এই সিরিজে আমি থাকছি না”। এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, “পুরো ব্যাপারটি দেখছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনিই এ বিষয়ের ভালো বলতে পারবেন”।

সর্বশেষ