মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘বিবাহের হলফনামা’ প্রকাশ করেন শামীম হাসান সরকার। অহনাকে ট্যাগ করে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। সেটা যে নাটকের সে গল্প শামীম পরে বলেছেন। কিন্তু অহনার প্রতি যে আবেগ তা অপ্রকাশ্য রাখতে পারছেন না শামীম।
শামীম বলেন, ‘আমি বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সাথে পরিচয় হয়। আমি তোমার ফ্যান ছিলাম, এখনো আছি কিন্তু আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি, তোমার বন্ধু হতে পেরেছি । অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সাথে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই। তুমি দারুণ একটা মানুষ।’
অভিনেতা অহনাকে ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তা ভাবনা সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সব সময় শুভ কামনা।’
সূত্র: কালেরকন্ঠ