ল্যাতিন আমেরিকার সেরা একাদশে সাত আর্জেন্টাইন চার ব্রাজিলিয়ান

আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদক

ল্যাতিন আমেরিকার সেরা একাদশে সাত আর্জেন্টাইন চার ব্রাজিলিয়ান।

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক
আইএফএফএইচএসের প্রকাশিত ২০২২ সালে ল্যাতিন আমেরিকা অঞ্চলের সেরা একাদশে জায়গা পেয়েছে সাতজন আর্জেন্টাইন এবং চারজন ব্রাজিলিয়ান ফুটবলার।

সদ্য সমাপ্ত হওয়া ২০২২ সালে ল্যাতিন আমেরিকা অঞ্চলের ফুটবলার ক্লাব এবং জাতীয় দলের হয়ে ছিলো দুর্দান্ত। যেখানে শক্তিশালী আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা আর বিশ্বকাপের পর ফাইলাসিমা শিরোপা জয়ের স্বাদ। তাইতো এবার আইএফএফএইচএসের প্রকাশিত ২০২২ সালে ল্যাতিন আমেরিকার সেরা একাদশে জায়গা পেয়েছে সাতজন আর্জেন্টিনার ফুটবলার। সেখানে সমাপ্ত হওয়া বছরে কোন শিরোপা ঘরে তুলতে না পারলেও পারফরমেন্সের ভিত্তিতে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল থেকে জায়গা পেয়েছে চারজন। তবে অন্য কোন দেশের প্লেয়ার জায়গা পায়নি সেরা একাদশে।

একাদশে যারা জায়গা পেয়েছে তারা হচ্ছে:-

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেচ (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: রোমেরো (আর্জেন্টিনা), ওতামেডেন্ডি (আর্জেন্টিনা), থিয়াগো সিলভা (ব্রাজিল)।

মিডফিল্ডার: নেইমার (ব্রাজিল), ক্যাসমিরো (ব্রাজিল), রোদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), এনজু ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।

আক্রমন ভাগ: ভিনিসিয়াস (ব্রাজিল), আলভারেজ (আর্জেন্টিনা), মেসি (আর্জেন্টিনা)।

সর্বশেষ