শিবপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিত

আলম খান ঃ সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, নুরুল ইসলাম নূরচান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মোমেন খান, প্রচার সম্পাদক মাহবুব খান, সদস্য, কামাল হোসেন প্রধান,
আবদুর রব শেখ মানিক প্রমুখ। এসময় অন্যাণ্যদেরন মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার সেকেন্ড অফিসার আফজাল হোসেন, এস আই মনির হোসেনসহ প্রেসক্লাবের কার্যকরী ও সাধারণ সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

মতবিনিময় সভায় শিবপুর মডেল থানার নবাগত ওসি মোঃ ফিরোজ তালুকদার বলেন, শিবপুর মডেল থানায় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব সবসময় । মানুষের সেবা দেওয়া আমার দায়িত্ব। কোন ক্ষতিগ্রস্ত মানুষ সেবা নিতে এসে হয়রানির শিকার হবে না। আপনারা সত্য তুলে ধরবেন। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আপনার যারা সাংবাদিক বন্ধুরা আছেন, সব সময় আমি আপনাদের সহযোগিতা কামনা করে।

সর্বশেষ