রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি:
প্রথম বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নির্মিত ১১ টি চলচ্চিত্র নিয়ে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে ‘৩৫ মিলিমিটার’ শিরোনামে চলচ্চিত্র উৎসব।
সোমবার (৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে প্রক্টর অধ্যাপক ড. মো. মোস্তাফা কামাল, বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন ও চলচ্চিত্র সংসদের মেন্টর অধ্যাপক জুনায়েদ হালিম। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে; আদনান মাহমুদ সৈকতের ‘পুরস্কার’, মো: সাকিব হুসেইন এর ‘টাইপ’, রাগিব শাহরিয়ার সৈকতের ‘না-পাক’, তৌফিক, মেসবাহ এবং তার টিমের ‘আত্নিক’, শাহ সাকিব সুবহান ম্যাজিকের ‘অংক সরল ফলাফল শুন্য’, মুর্তজা মামুনের ‘এন এলেজায়েক পয়েম’, জাকির হাসান আনিকের ‘সার্ভাইভ উইথ ট্রাফিক জ্যাম’, জেরিন চাকমার ‘জার্নি টু জিরো’, শাহরিয়ার খানের ‘দ্যা ডোর’, সৌরভ কামাল চৌধুরীর “এংগার” এবং মৃত্তিকা রাশেদের ‘কৃষ্ণপক্ষ’।
জবি চলচ্চিত্র সংসদের সভাপতি মো. আরাফাত আমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এতোগুলো সিনেমা আন্তর্জাতিক প্রদর্শনীতে গিয়েছে। যা আমাদের জন্য গর্বের। শিক্ষার্থীদের আরও অনুপ্রেরণা দিতেই আমাদের এই আয়োজন।’
সাধারণ সম্পাদক নিলয় দেব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি তে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আমাদের চলচ্চিত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ৩৫ মিলিমিটার পর্দায় আমাদের ছবি আয়োজন করেছে।
জবি চলচ্চিত্র সংসদের সভাপতি মো. আরাফাত আমান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংসদের সাধারণ সম্পাদক নিলয় দেব।
###