এশিয়া কাপ হবে পাকিস্তানে! ভারতের ম্যাচগুলো অন্যদেশে!

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের পরবর্তী আসর বসতে যাচ্ছে পাকিস্তানে। তবে সেখানে গিয়ে খেলতে নারাজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তাইতো এবার ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন নিয়ে ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে সম্ভাব্য ভেন্যু হতে পারে আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কা।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুঞ্জন পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে কি ভারত? যা নিয়ে ধোঁয়াশা কাটাতে বাহরাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয় গত শনিবার যেখানে ভারতের বোর্ড প্রধান জানায়, ভারত সরকার কিছুতেই খেলোয়াড়দের পাকিস্তানে যেতে রাজি করাতে পারছে না। নিরাপত্তার কারণে তারা খেলোয়াড়দের পাকিস্তানে পাঠাতে পারছেন না।

এমন প্রশ্নের জবাবে পিসিবি প্রধান বলেন, সম্প্রতি বিভিন্ন দেশের খেলোয়াড়েরা পাকিস্তানে এসে খেলে যাচ্ছে। কারো কোনো সমস্যা হয় নাই। ভারতের খেলোয়াড়রাও সর্বোচ্চ নিরাপত্তা পাবে। তবে ভারতের বোর্ড প্রধান এতেও রাজি হননি।

ওই বৈঠকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে তখন আমিরাত ও শ্রীলংকার নাম উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে পাকিস্তান আর ভারত যদি ফাইনালে মুখোমুখি হয় সেক্ষেত্রে ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে।

সর্বশেষ