আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদক স্বপ্ন দেখো আর ছুটে চলো এরপর তাকে বাস্তবে রুপ দিতে গিয়ে সামনে এগিয়ে চলো! এই যেন জীবনের মূলমন্ত্র। স্বপ্নটা যে এগিয়ে চলে সে হয় জীবনে সবচেয়ে বড় সফল। তাইতো স্বপ্নটা বাস্তবে রুপে পরিণত করার যে চ্যালেঞ্জ তাকে গ্রহণ করলে সে তো আর পরাজিত থাকেনা। যত বাঁধা আর যত আঘাত আসুক না কেন যে স্বপ্ন দেখতে জানে সে কখনো ফিরে আসে না। হয়তো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র সেই পথেরই একজন পথিক। নেইমার জুনিয়র! পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। জন্ম ব্রাজিলের সাও পাওলো রাজ্যের মোজি দাস ক্রুজেস শহরে বাবা সিনিয়র নেইমার দা সিলভা এবং মা নান্দিনি সান্তোসের ঘর আলো করে ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন একজন প্রাক্তন ফুটবলার ফলে নিজের প্রতিভা দেখানো শুরু করার পর থেকেই তার পিতা নেইমারের পরামর্শক হিসেবে কাজ করছেন। । ২০০৩ সালে, নেইমার তার পরিবারের সঙ্গে সাঁও ভিসেন্তে চলে আসেন। সেখানে তিনি যুব পর্তুগিসা সানতিস্তাতে খেলা শুরু করেন। ২০০৩ এর শেষে তারা সান্তসে চলে আসেন। সেখানে নেইমার সান্তস ফুটবল ক্লাবে যোগ দেন। নেইমার খুব কম বয়সেই ফুটবল খেলা আরম্ভ করেন। খুব অল্প সময়েই তিনি ব্রাজিলের ঘরোয়া দল সান্তোস ফুটবল ক্লাব কর্তৃপক্ষের নজরে পড়েন। এরপর ২০০৩ সালে ব্রাজিলের জনপ্রিয় ফুটবল ক্লাবটির হয়ে খেলায় চুক্তিবদ্ধ হন নেইমার। এবং সেখান থেকে তাকে যুব একাডেমিতে খেলানো হয়।
এরপর তিনি পাওলো হেনরিক গান্সোর সাথে পরিচিত হন এবং খুব অল্প সময়েই তারা ভাল বন্ধুতে পরিণত হন। ১৫ বছর বয়সে তিনি স্পেনের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যান, এবং সে সময় রিয়ালের হয়ে মাঠ মাতাচ্ছিলেন রোনাল্ডো, জিনেদিন জিদান এবং রবিনহোর মত বড় বড় তারাকারা। নেইমার মাত্র ১৭ বছর বয়সে পেশাদারী ফুটবল খেলা শুরু করেন তিনি ব্রাজিলের ঘরোয়া দল সান্তোসের হয়ে অস্তের বিপক্ষে শেষ ৩০ মিনিট খেলতে নামেন। যে ম্যাচে সান্তোস ২-১ গোলে জয়লাভ করে। একই সপ্তাহে তিনি সান্তোসের হয়ে মগি মিরিমের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম গোল করেন। এর কয়েকদিন পর নেইমার মাস পর পালমেইরাসের বিপক্ষে জয়সূচক গোল (২-১) করেন চেম্পিওনাতো পৌলিস্তোর সেমি- ফাইনালের প্রথম খেলায়। ফাইনালে যদিওবা করিন্থিয়ান্সের বিপক্ষে দুই ম্যাচে ৪-২ এ হারতে হয়েছিল। এইদিকে নেইমার তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের প্রথম মৌসুমে ৪৮টি ম্যাচ খেলে ১৪টি গোল করেন। নেইমার ২০০৯ সালে ব্রাজিল অনূর্ধ্ব ১৭ দলের হয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলেন এবং সেখানে তিনি তিনি জাপানের বিপক্ষে উদ্বোধনকালীন ম্যাচে গোল করেন এবং তার খেলা দেখে সাবেক ব্রাজিলীয়ান ফুটবল কিংবদন্তি এবং সদ্য প্রয়াত খেলোয়াড় পেলের সঙ্গে আরেক সাবেক ফুটবলার রোমারিও তৎকালীন ব্রাজিল জাতীয় দলের কোচ দুঙ্গাকে ঘন ঘন চাপ দিতে থাকেন যাতে নেইমারকে তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দলে রাখেন তবে পরে সে দল থেকে তার নাম বাতিল করা হয়।
নেইমারকে সর্বপ্রথম ব্রাজিল মূল দলে খেলার জন্য ডাকা হয় নতুন কোচ মানো মেনেজেস কর্তৃক নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ব্রাজিলের হয়ে ১১ নম্বর জার্সি পড়ে মাত্র ১৮ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক। এবং যেখানে ম্যাচেই ২৮ মিনিটের মাথায় আন্দ্রে সান্তসের এসিস্ট থেকে হেড দিয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। এবং সেই ম্যাচে তার দল ব্রাজিল ২-০ গোলে জয়লাভ করে। এবং ম্যাচ শেষে নিজের অভিষেক নিয়ে নেইমার বলেন, “ব্রাজিল দলের হয়ে খেলতে পারাটা আলাদা একটা সম্মান।
এখানে অনেক সেরা সেরা খেলোয়াড় রয়েছেন এবং আমি তাদের মাঝে তাদের সাথে খেলতে পেরে অনেক খুশী।” ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার এখন পর্যন্ত অনেক অর্জন এবং সম্মাননা পেয়েছেন এর মধ্যে অন্যতম হলো ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার রানার-আপ। ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ বিজয়ী। ২০১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক। ২০১২ সালে রিউ দি জানেইরু। ২০১১ সালে লন্ডনদলদক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বিজয়ী। এছাড়া ব্যক্তি হিসেবে নিজের খেলোয়াড়ী জীবনে নেইমার জিতেছেন অসংখ্যা পুরুষ্কার তার মধ্যে অন্যতম হলো ২০০৯ সালে চ্যাম্পিওনাতো পৌলিস্তার সেরা যুব খেলোয়াড়। ২০১১ সালে বর্ষসেরা যুব খেলোয়াড়। ২০১২ সালে কোপা লিবারতোদাস চ্যাম্পিয়নশিপ স্কোয়াড। দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা, ফিফা ক্লাব বিশ্বকাপ ব্রোঞ্জ বল, বর্ষসেরা দক্ষিণ আমেরিকার খেলোয়াড়, ফিফা পুস্কাস পুরস্কার, ফিফা কনফেডারেশন কাপের ব্রোঞ্জ বুট এবং ফিফা কনফেডারেশন কাপের ড্রিম টিম। সময়ের পরিবর্তনের পরিবর্তের সাথে সাথে নেইমাররা ও পরিবর্তন হন। সেইদিনের সেই ছোট নেইমার জুনিয়রের আজ ৩১ তম জন্মদিন। জন্মদিনের এই শুভলগ্নে আপনাকে জনাই শুভেচ্ছা শুভ জন্মদিন নেইমার ডি সিলভা সান্তোস জুনিয়র শুভ জন্মদিন দ্যা ম্যাজিশিয়ান শুভ জন্মদিন দ্যা স্টার শুভ জন্মদিন দ্যা ব্রাজিলিয়ান শুভ জন্মদিন