গাজীপুর মহানগর যুবলীগের শান্তি সমাবেশ পালন

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার। দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা রোধ করতে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরের চান্দনা চৌরাস্তার ঈদগাহ ময়দানে শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহম্মেদ শান্ত বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামী যুবলীগের সদস্য দেলদুয়ার হোসেন দেলুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খোরশেদ আলম সরকার।

আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক সদস্য মোঃ আমান সরকার, মোঃ কাইয়ুম সরকার, এবিএম কাশেম মন্ডল, রাজিবুল ইসলাম রাজীব, আতিকুর রহমান খান রাহাত প্রমুখ। এসময় রাসেল সরকার বলেন, দেশের মানুষের যে কোন দুর্যোগ দুর্বিপাকে সব সময় যে দলটি পাশে থাকে সেটি হল বাংলাদেশ আওয়ামী লীগ। আর যে মানুষটি পাশে থাকে সে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কমানোর লক্ষ্যে যে অপপ্রচার ও গুজব বিএনপি জামাতের এজেন্টরা ছড়াচ্ছে এগুলো হচ্ছে বস্তা পঁচা রাজনীতি। বস্তা পঁচা রাজনীতি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কমানো যাবে না। এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। রাসেল সরকার আরো বলেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। তারা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা তাদের সকল ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা রোধ করতে এ শান্তি সমাবেশের আয়োজন করেছি।

সর্বশেষ