গাজীপুর বাসনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গাজীপুর বাসনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস, ছিনতাই, চুরি-ডাকাতি ও কিশোর গ্যাং এর মতো অপরাধ জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। মহানগরের ১৭ নং ওয়ার্ডের চান্দনা মধ্যেপাড়া এলাকায় শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে বাসন থানার ১৭ নং বিটের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

ওপেন হাউজ ডে এর সভাপতিত্ব করেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি’র সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ। ১৭ নং বিট ইনচার্জ ও বাসন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, সংরক্ষিত ১৬.১৭.১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজি, বাসন থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাসন থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা সরকার, বাসন থানা আওয়ামী লীগ নেতা মোঃ আজগর আলী সহ স্থানীয় সমাজ সেবক, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ এসময় (ওসি) সানোয়ার জাহান বলেন, মাদক নির্মূলে, সন্ত্রাস, ছিনতাই, চুরি-ডাকাতি ও কিশোর গ্যাং এর মতো অপরাধ মূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা অব্যাহত থাকবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে। পেশাদার আসামীদের পূনর্বাসন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে জিএমপি’র সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ বলেন, বাড়ির মালিকদের ভাড়াটিয়া তথ্য ফরম পূরন করার আহবান জানান এবং বাজার কমিটিসহ দায়িত্বশীল ব্যক্ত্বিবর্গদের সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেন। বিট পুলিশিং এর ভূয়সী প্রশংসা সহ পুলিশি সেবার সন্তুষ্টি প্রকাশ করেন আমন্ত্রিত বক্তরা।

সর্বশেষ