বিপিএলে নেতৃত্বে মুশফিকের পাশে সাকিব

আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্বে মুশফিকুর রহিমের পাশে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইজনই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৮৪ বার। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৩তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস করতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাকিব এখন পর্যন্ত ৮৪ ম্যাচে জয় পেয়েছে ৫৪টি অন্যদিকে পরাজয়ের রেকর্ড রয়েছে ৩০টি ম্যাচে দুইবার পেয়েছিলেন শিরোপার স্বাদ। অন্যদিকে এখন পর্যন্ত বিপিএলের শিরোপা জিততে না পারা সাকিবের সমান ৮৪ ম্যাচে দলকে নেতৃত্বে দেওয়া মুশফিকুর রহিম জয় পেয়েছে ৪২টি ম্যাচে হেরেছে ৪১টি ম্যাচ অন্য ম্যাচটি ড্র হয়েছিলো। এইদিকে বিপিএলে সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া রেকর্ডের মালিক বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা দখলে। তিনি ৯৬টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছে ৬২টি ম্যাচ হেরেছেন ৩৪টি ম্যাচ তার নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়েছে চারবার।

সর্বশেষ