চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আইএমএল আন্তর্জাতিক সম্মেলন

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আইএমএল  আন্তর্জাতিক সম্মেলন
মুশফিকুর রহমান ইমন, চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর আধুনিক ভাষা ইনস্টিটিউটের আয়োজনে দুই দিনব্যাপী আইএমএল আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ (IML International Conference 2023) আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার সকাল হতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ১ এবং ২ নং অডিটরিয়ামে “Linguistic Diversity and Language Education in Bangladesh” শীর্ষক সম্মেলনে Keynote speaker হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের Dartmouth কলেজের লিংগুয়িস্টিকস ও কগনিটিভ সাইন্সের অধ্যাপক Dr. David A Peterson. এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক Dr. Shireen Akhter, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চবির উপ-উপাচার্য অধ্যাপক Benu Kumar Dey ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক Dr. Mohammad Mahbubul Hoque. Plenary Speaker হিসেবে থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক/ Director General অধ্যাপক Dr. Hakim Arif. অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (Institute of Modern Languages)পরিচালক Dr. Farzana Yesmen Chowdhury. দু’দিন ব্যাপী এ সম্মেলনে ভাষা বৈচিত্র্য ও ভাষা শিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ছাড়াও ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের করা মাঠ পর্যায়ের গবেষণা কর্মের পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সর্বশেষ