মুশফিকুর রহমান ইমন, চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর আধুনিক ভাষা ইনস্টিটিউটের আয়োজনে দুই দিনব্যাপী আইএমএল আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ (IML International Conference 2023) আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার সকাল হতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ১ এবং ২ নং অডিটরিয়ামে “Linguistic Diversity and Language Education in Bangladesh” শীর্ষক সম্মেলনে Keynote speaker হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের Dartmouth কলেজের লিংগুয়িস্টিকস ও কগনিটিভ সাইন্সের অধ্যাপক Dr. David A Peterson. এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক Dr. Shireen Akhter, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চবির উপ-উপাচার্য অধ্যাপক Benu Kumar Dey ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক Dr. Mohammad Mahbubul Hoque. Plenary Speaker হিসেবে থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক/ Director General অধ্যাপক Dr. Hakim Arif. অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (Institute of Modern Languages)পরিচালক Dr. Farzana Yesmen Chowdhury. দু’দিন ব্যাপী এ সম্মেলনে ভাষা বৈচিত্র্য ও ভাষা শিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ছাড়াও ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের করা মাঠ পর্যায়ের গবেষণা কর্মের পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।