আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদক
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সাও পাওলো শহরের তৃতীয় বিভাগের ক্লাব সালতোর হয়ে খেলার উদ্দেশ্য নিয়ে রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্রাজিলের পথে উড়াল দিয়েছেন ঘরোয়া ফুটবলের জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ ফুটবলার নাজমুল আকন্দ।
তবে দলটির হয়ে খেলার আগে নাজমুলকে দিতে হবে ট্রায়াল নামে অগ্নিপরিক্ষা এবং সেখানে নির্বাচিত হলে তার সাথে চুক্তি করবে ক্লাব কর্তৃপক্ষ।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দেশ ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাজমুল বলেছেন, ‘ক্লাবে (মোহাডোন) দুপুরের খাবার খেয়ে বেলা আড়াইটার সময় বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেই। আমার সাথে বাবা, মামা, কয়েকজন বন্ধু এবং আমার ফুটবলার হওয়ার অন্যতম কারিগর পীরগঞ্জ ফুটবল একাডেমির কোচ মাহমুদুল হাসান সোহেল বিমান বন্দর পর্যন্ত এসেছিলেন। আমাকে ভেতরে প্রবেশ করিয়ে তারা চলে গেছেন। এখন আমি ইমিগ্রেশন সম্পন্ন করে বিমান ধরার জন্য অপেক্ষা করবো।”
নাজমুল আকন্দের এটি দ্বিতীয়বার ব্রাজিল যাওয়া। ২০১৯ সালে যে পাঁচ কিশোর ফুটবলার ব্রাজিলে গিয়ে দেশটির বিখ্যাত গামা ক্লাবে এক মাস প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন, তার একজন নাজমুল আকন্দ।