বাংলাদেশ সফরে ইংল্যান্ড দল ঘোষণা

আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। যার জন্য জশ বাটলারকে অধিনায়ক করে ইতিমধ্যে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এখন পর্যন্ত তিনবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছিলো ইংলিশরা। সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে থ্রি লায়ন্সের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় এবং প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েছিলো টাইগাররা। তবে সেই পুরনো স্মৃতি ভুলে দীর্ঘ সাত বছর পর আবারো বাংলাদেশ সফরে আসছে ইংলিশরা। তবে গুঞ্জন ছিলো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লোভনীয় চুক্তিতে থাকা একাধিক ক্রিকেটারকে পাবে না ইসিবি। হলো ও তাই বেন স্টোকস, অ্যালেক্স হেলস, হ্যারি ব্রুক আর ডেভিল উইলির মতো তারকাদের বাংলাদেশ সফরে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। স্টোকস-হেলসরা না থাকলে মঈন আলি, আদিল রশিদ, দাওহিদ মালানদের নিয়ে অভিজ্ঞ ইংল্যান্ড দল আসছে বাংলাদেশে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছে টম অ্যাবেল এবং রেহান আহমেদ।

আগামী ১, ৩ ও ৬ মার্চ হবে তিন ওয়ানডে। প্রথম দুটি ম্যাচ ঢাকায় খেলে শেষটি হবে চট্টগ্রামে। সেখানে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলে ঢাকায় ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি ম্যাচ।

ইংল্যান্ডের ওয়ানডে দল:
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্ন, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি দল:
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড

সর্বশেষ