মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নলজানি এলাকার প্লাটিনাম ভবনের অষ্টম তলায় রান্না ঘরের সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত হলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মরত সার্জেন্ট মো. শাহনেওয়াজের স্ত্রী ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাউঘাটা গ্রামের মেয়ে ফারজানা হক কচি (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর নলজানি এলাকায় প্লাটিনাম টাওয়ারের অষ্টম তলার একটি ফ্ল্যাটে ফারজানা হককে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মো. শাহনেওয়াজ বসবাস করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রান্না ঘরে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এসময়ে তার শরীরের কাপড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসায় তিনি ছাড়া অন্য কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস জমে ছিল। তিনি যখন রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর চেষ্টা করেন তখন ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, গ্যাসের আগুন থেকে ওই পুলিশ সার্জেন্টের স্ত্রী ফারজানার মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।