স্টাফ রিপোর্টারঃ
১৪ বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান জানান,
আজ বিকেল আনুমানিক সাড়ে ৩ টার সময় নওগাঁর ধামইরহাট উপজেলার সুনরা গ্রামে সন্দেহ জনক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করতে গেলে বিজিবির উপর আক্রমণ করে বসে একটি চক্র।
বিজিবি অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করলে বিজিবি ফাঁকা ৪ রাউন্ড গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এতে কেউ হতাহত হয়নি। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পরে বিজিবি সদস্যরা সর্ষের ক্ষেত থেকে ইনটেক ৩ বোতল ফেন্সিডিল ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল এসময় উদ্ধার করে বিজিবি। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাওকেই আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপর আক্রমণে সরাসরি অংশগ্রহণ করা
ব্যক্তিদের আটকের চেষ্টা করছে বিজিবি।
ধামইরহাট সীমান্তে চোরাকারবারি কর্তৃক বিজিবির উপরে একের পর এক হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র।