আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক আবার বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকা শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আবার ফিরছেন বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, দুই বছরের চুক্তিতে বাংলাদেশের কোচ হিসেবে ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শুরু করবেন তিনি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) জানা যায়, চন্ডিকা হাথুরুসিংহে তার ক্লাব নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এরপরই হাথুরুর বাংলাদেশে ফেরা মোটামুটি নিশ্চিত হয়ে যায়। উল্লেখ্য ২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর দুই বছর শ্রীলঙ্কান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাথুরু। এরপর কাজ করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। ৫ বছর পর আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরলেন হাথুরু। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন লঙ্কান এ কোচ।