PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

‘ঢাকার বুকে একখন্ড মাগুরা’ ডিজিটাল আঙ্গিকে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

‘ঢাকার বুকে একখন্ড মাগুরা’ ডিজিটাল আঙ্গিকে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

গতকাল বৃহত্তর যশোর জেলা সমিতির ভবন নীলক্ষেত, ঢাকাতে মাগুরা জেলা সমিতির কনফারেন্স রুমে মাগুরা জেলা সমিতির নেতৃবৃন্দের অনুমোদন সাপেক্ষে ” ঢাকার বুকে একখন্ড মাগুরা – ঢাবুএমা ” এর ১০১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি, এবং যার ২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। স্মার্ট মাগুরা, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গঠিত এ কমিটির সভাপতি মির্জা সাইফুর রহমান (অবঃ মেরিন ইন্জিনিয়ার) এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম (সিনিয়র ফটো সাংবাদিক চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক মোঃ মন্জুরুল আলম মিজান
যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম.আই কানন মনোনীত হয়েছেন।২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন মাগুরা জেলা সমিতি, মাগুরা সদর উপজেলা সমিতি, মুহাম্মদ পুর উপজেলা সমিতি, শালিখা উপজেলা সমিতি ও শ্রীপুর উপজেলা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও মাগুরার ঢাকায় অবস্থানরত প্রথিতযশা বেশ কিছু বরেন্য ব্যক্তিবর্গ।
তবে তাদের মধ্যে উল্লেখযোগ্য যাদের সরাসরি সহযোগিতায় ” ঢাবুএমা ” গঠন করা হয়েছে তারা হলেন মাগুরা জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ শরীফ আজিজুল হাসান মোহন, খান জাকির হোসেন দারা,নাসিরুল ইসলাম নাসির,মোঃ মোস্তাফিজুর রহমান,নজর ই জিলানী, লেঃ কর্নেল মুহাম্মাদ আলী প্রমূখ।
পরে রাত ৯ টায় নব নির্বাচিত কমিটি মাগুরা -১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এডভোকেট সাইফুজ্জামান শিখর ফুলের তোড়া উপহার দিয়ে পরিচিত হন। এ সময় নবনির্বাচিত নির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি মোঃ মির্জা সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল আলম মিজান, সহসভাপতি শহীদুল ইসলাম মিঠু, মুঃ খায়রুজ্জামান, মোল্লা বিলায়েত, মোঃ আসাদুজ্জামান মিয়া আসলাম, , আরিফ রেজা চৌধুরী,সৈয়দ শাহীনুজ্জামান, মুরাদুল ইসলাম, , রইচ উদ্দিন খান, গোলাম খোারশেদ শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম অহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইমাম বাকেরর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক – সেকেন্দার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুজ্জামান, সমাজ কল্যান সম্পাদক – মোঃ ওমর ফারুক,আব্দুল আলিম, মহিলা বিষয়ক সম্পাদক -সঙ্গীতা বিশ্বাস, কৃষি বিষয়ক সহসম্পাদক বিল্লাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মান্না মেহেদী, অর্থ সম্পাদক মনির ইসলাম,, মোজাম্মেল হোসেন, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান সুমন প্রমূখ।
সংসদ সদস্য জননেতা এডভোকেট মোঃ সাইফুজ্জামান শিখর সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করেন সব ধরনের সহায়তার মাধ্যমে সংগঠনের সাথে থাকবেন বলে আশ্বস্ত করেন।
“ঢাকার বুকে একখন্ড মাগুরা – ঢাবুএমা ”
সকল মানুষের সুবিধা বিচার-বিশ্লেষণ করে আগামী
৩ রা মার্চ ঢাকার অদূরে ধামরাই এ নূরজী গার্ডেনে একটি বনভোজন বা পারিবারিক মিলনমেলার আয়োজন করেছে।
উক্ত মিলনমেলায় অংশগ্রহণ করতে দ্রুত রেজিষ্ট্রেশন করার জন্য ঢাকায় বসবাসকারী মাগুরার সকল শ্রেণির মানুষ আহবান জানাই। জনপ্রতি চাঁদা ১৫০০ টাকা।
আসুন আমরা সবাই স্ব পরিবারে অংশগ্রহণ করে সবাই পারিবারিক মহামিলন মেলায় অংশ গ্রহণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ইনশাআল্লাহ।

সর্বশেষ