শরীয়তপুর প্রতিনিধি: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী বর্ধিত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, মিহির চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, যুব ও ক্রীড়া সম্পাদক জাকির বেপারী, সদস্য আক্তারুজ্জামান জামাল, শহিদুল ইসলাম রতন প্রমূখ।