আলম খান : এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে নরসিংদীর শিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বিকালে শিবপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে মানববন্ধনে নেতৃত্বদেন উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী আব্দুল বাসেন ও রাজিব মিয়া, সার্ভেয়ার মোঃ সাহাবুদ্দিনসহ অন্যান্য কার্যসহকারী ও কর্মচারীগণ। মানববন্ধনে উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত সাংবাদিকদের বলেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর একদল দূর্বৃত্ত হামলা করেছে। রবিবার চট্রগ্রাম সিটি কর্পোরেশনে গোলাম ইয়াজদানীর কার্যালয়ে ডুকে দূর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে আহত করে। আমি আপনাদের মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।