হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: আজ ৩১ জানুয়ারি ২০২৩ খ্রি: মঙ্গলবার সকালে ১১:০০ ঘটিকা কন্ট্রোল রুম, বইমেলা প্রাঙ্গন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনায প্রেস ব্রিফিংয়ে করেন ,তিনি বলেন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরো আরও বলেন,সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে যেখানে অসঙ্গতি দেখা দিবে সাথে সাথে মোবাইল টিম উপস্থিত হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানান সবাইকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,সঙ্গে করে যারা ব্যাগ নিয়ে আসবে অবশ্যই চেকিং এর মাধ্যমে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। অবৈধ কোন জিনিস পত্র পাওয়া গেলে আইনগত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,বইমেলা আয়োজন কারীদের সাথে আমাদের মিটিং হয়েছে কোন বই উস্কানিমূলক বা জঙ্গিবাদ বা কোন ধর্মের প্রতি আঘাত হানে , এসব লিখিত বই মেলাতে থাকবে না এছাড়াও মেলা প্রাঙ্গণে পুলিশের কন্ট্রোল রুম আছে যেকোনো প্রয়োজনে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম(বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।