মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার : গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক সেবনের দায়ে এক নারী নেত্রীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভার মাদক সেবনের ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকা জুড়ে রীতিমতো সমালোচনা শুরু হয়। এতে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আয়েশা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা জানানো হয়।
অব্যাহতি পত্র থেকে জানা যায়, বাংলাদেশ যুব মহিলা লীগের গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভা’র মাদক সেবনের ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগে মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইল।
এবিষয়ে জানতে সুলতানা লতা শোভার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু বলেন,দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যক্তি অপরাধের দায় দল নিবেনা। যে অপরাধ করবে তার শাস্তি তাকেই ভোগ করতে হবে। এছাড়াও তাকে ২০১৮ সালে একবার দল থেকে অব্যাহতি দেয়া হয়েছিল বলে জানান তিনি।