মহা পবিত্র বিশ্ব উরস শরীফ: জাকের পার্টি যুব ফ্রন্ট এর দাওয়াতী মিশন অনুষ্ঠিত

গত ২৯ জানুয়ারী, বাদ মাগরিব পলাশ উপজেলা তালতলী দক্ষিণ দেউড়ায় মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ইং উপলক্ষে পলাশ উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্ট সভাপতি ও নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সাধারণ সম্পাদক, সুমন কাজী সভাপতিত্বে উক্ত মিশনে
মিশন প্রধান ছিলেন,
নরসিংদী -৩(শিবপুর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতিক প্রার্থী, কেমব্রিজ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সভাপতি রাজীব হোসেন রাতুল,

সহকারী মিশন প্রধান ছিলেন, ঢাকা প্রেসক্লাব এর সদস্য, নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক আলম খান,
মিশন সদস্য ছিলেন,
নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক আবু বক্কর খান।
আরো উপস্থিত ছিলেন জেলা,উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিশন প্রধান বলেন,
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ইং আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, হিজবুল্লাহ ইমাম ও জাকের পার্টি চেয়ারম্যান সাহেবের মহা হুকুমে আমি আপনাদের মাধ্যমে পলাশ উপজেলার দলমত নির্বিশেষে সবাই কে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ইং পাকুরিয়া আর্বিভাব মঞ্জিল,শেরপুর জেলা যাওয়ার জন্য দাওয়াত গেলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, পলাশ উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সাধারণ সম্পাদক, ফয়সাল মিয়া।

সর্বশেষ