প্রযুক্তির মাধ্যমে খবর আরো দ্রুত সবার কাছে পৌঁছে দেয়ার আহ্বান বাংলা টিভি পরিচালকের

স্টাফ রিপোর্টারঃ- প্রযুক্তিকে ব্যবহার করে তৃণমূলের খবর দ্রুত সবার কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলা টিভির পরিচালক মীর নুর উস শামস শান্তনু।
সকালে বরিশালের হোটেল স্যাডোনা ইন্টারন্যাশনালে দুদিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
পরিচালক বলেন, খুব শিগগিরই ডিজিটাল প্লাটফর্মে আরো বিস্তৃত আকারে সংবাদ বুলেটিন নিয়ে আসবে বাংলা টিভি। বরিশাল ব্যুরো ইনচার্জ নাজমূল রিপনের সভাপতিত্বে বাংলা টিভি নিউজ ইনচার্জ এম এম বাদশাহ ডিজিটাল জার্নালিজমের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময়ে সংবাদে গণ মানুষের কথা তুলে ধরার তাগিদ দেয়া হয়। বিভিন্ন জেলা ও উপজেলার বাংলা টিভি প্রতিনিধিগণ মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা ও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা প্রতিনিধি রতন আচার্য,বরগুনা জেলা প্রতিনিধি বেলাল হোসেন মিলন,পিরোজপুর জেলা প্রতিনিধি ইমরান হোসেন মাসুদ,পটুয়াখালী জেলা প্রতিনিধি ইসরাত হোসেন, ভোলা জেলা প্রতিনিধি মামুন হোসেন,বাকেরগঞ্জ প্রতিনিধি এসএম পলাশ,উজিরপুর ও বানারীপাড়া প্রতিনিধি হৃদয় আহমেদ,তালতলী প্রতিনিধি হাইরাজ মাঝি, বরিশাল ব্যুরোর ক্যামেরা ম্যান নাসির উদ্দিনসহ অন্যানরা।

সর্বশেষ