আমিনুল ইসলাম জনি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আরমান উল্লাহ ইসলামিক একাডেমি এন্ড হাই স্কুলে শিক্ষাবৃত্তি -২০২৩ প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৩০শে জানুয়ারি) নবীগঞ্জ পৌরসভাস্থ আরমান উল্লাহ ইসলামিক একাডেমি এন্ড হাই স্কুলের হল রুমে শিক্ষা বৃত্তি -২০২৩ এবং নবীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মেধা বৃত্তি ২০২২ প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,ইংল্যান্ড প্রবাসী,হবিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান জনাব আফজাল মিয়া।
বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী,নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা এডামিক সুপারভাইজার শাহনাজ ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির ভাইস চেয়ারম্যান সাইদুল হক চৌধুরী সাইদ,সেক্রেটারি আব্দুল মুকিত পাঠান,সোসাইটির অন্যতম সদস্য আশরাফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মাওলানা মুশাহিদ আলী, ইকবাল আহমেদ খান।
অনুষ্ঠানের শেষের দিকে,অতিথিবৃন্দের উপস্থিতিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতর ক্রেস্ট তুলে দেওয়া হয়।