গাজীপুর হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর জয়দেবপুর মধ্যে বাজারে গাজীপুর হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন (জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত) রেজিঃ নং-২২৫৬ এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে গত শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মোঃ আবুল কাশেম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সদর মেট্রো থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মাসুদ রানা এরশাদ, এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক ও গাজীপুর মহানগর, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মজিদ (বিএসসি), গাজীপুর মহানগর, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহীদ মিয়া, গাজীপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও গাজীপুর হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ মতিউর রহমান মোল্লা, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাফুজুর রহমান মাহফুজ, গাজীপুর হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ রিপন খান (এম.এ), গাজীপুর মহানগর সদর থানা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কশপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সহ হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ সহ মালিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মহাসচিব মাওলানা মোহাম্মদ হারুন উর-রশীদ যুক্তিবাদী

সর্বশেষ