গাজীপুরে স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাগ বিতরণ

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ

নতুন বছর উপলক্ষে স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুর মহানগরের কড্ডা লাঠিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ব্যাগ বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র সার্বিক ব্যবস্থাপনায় ও বাসন থানা আওয়ামী লীগের সৌজন্যে এবং লাঠিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্ল্যাহ মন্ডল, সঞ্চালনায় ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অধ্যাপক (অবঃ)আব্দুল বারী, বাসন থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফাইজুল আলম দিলীপ, বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকার, বাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামাদ মিয়া, বাসন ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর লিপি চৌধুরী মনি প্রমূখ

সর্বশেষ