“এনজেডপিএসপি গাজীপুর শাখার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”

আমিনুল ইসলাম জনি : নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ এর গাজীপুর শাখার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৮শে জানুয়ারি) গাজীপুরের বোর্ড বাজারস্থ মনোহরদী টাওয়ার এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে, দৈনিক ভোরের আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা-সহ সমন্বয়ক বোর্ডবাজার আল-মদিনা গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ ইবরাহিম তালুকদার দিদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ এর গাজীপুরের জেলা সহ-সমন্বয়ক দিগন্ত সুয়েটার লিমিটেড এর প্রোডাকশন ম্যানেজার দিদার আহমেদ, ইস্পাহানী ফুড লিমিটেড এর প্রোডাশন ম্যানেজার জনাব মোঃ আতাউর রহমান।ট্রান্সকম বেভারেজেস লিঃ সাইফুল ইসলাম সজল। Pica Footwear এর এমডি জনাব মোঃ মুরাদ হোসেন, দিগন্ত সুয়েটার লিমিটেড এর কোয়ালিটি ম্যানেজার জনাব মোঃ সামাদ মিয়া, তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড এর সিনিয়র অফিসার জনাব মোঃ সামসুল আলম।মিমিক ফ্যাশন লিমিটেড এর এমডি জনাব মোঃ সাকিব হাসান, ব্যবসায়ী কবির হোসেন, কেয়া কসমেটিক্সের আইটি অফিসার গৌতম রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন শামীম,কবির,রফিকুল,মোফাজ্জল,সেলিম,নয়ন,আফজালসহ আরো অনেক সদস্য।
অনুষ্ঠান শেষে আল-মদিনা গার্মেন্টস এর এমডি জনাব মোঃ ইব্রাহিম তালুকদার দিদার এর সৌজন্যে উপস্থিত সবাইকে প্রীতিভোজ কোরানো হয়েছে।একইসাথে নতুন বছরের ক্যালেন্ডার উপহার দেওয়া হয়েছে।

সর্বশেষ