অস্ট্রেলিয়ান ওপেনে নতুন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদক অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিকা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত শনিবারের ফাইনালে অ্যালেনা রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান ২৪ বছর বয়সী সাবালেঙ্কা। যেখানে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন এই বেলারুশ তারকা। গত উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা প্রথম সেট ৬-৪ জিতেছিলেন। কিন্তু সাবালেঙ্কা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন। চলতি বছরে বেলারুশের এই তারকার টানা ১১ জয় পেলেন। মুখোমুখি লড়াইয়ে রিবাকিনা ও সাবালেঙ্কার চতুর্থ ম্যাচ এটি। চার ম্যাচেই জয় পেয়েছেন সাবালেঙ্কা।

সূত্র: যুগান্তর

সর্বশেষ