রেডিওথেরাপির ১৭ যন্ত্রের মধ্যে ১১টিই অকেজো
ক্যান্সার চিকিৎসায় রোগীদের দুর্ভোগ ও ব্যয় বেড়েছে।  সারা দেশে মোট ৯টি সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ পদ্ধতি রেডিওথেরাপির ১৭টি যন্ত্র রয়েছে। এর মধ্যে ১১টিই অকেজো। এতে বেশির ভাগ রোগীকে বেসরকারি হাসপাতালে গিয়ে বিপুল ব্যয়ে এই চিকিৎসা নিতে হচ্ছে। অনেক দরিদ্র রোগীর পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।

চিকিৎসকরা বলছেন, প্রাণঘাতী এই রোগের চিকিৎসায় প্রায় ৮০ শতাংশ রোগীর রেডিওথেরাপির দরকার হয়। দেশের সরকারি ৯টি হাসপাতালে এই সুবিধা থাকলেও বেশির ভাগ যন্ত্র নষ্ট। এ ছাড়া রয়েছে লোকবলসংকট।

বাংলাদেশে সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টসের (বিএসআরও) সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিল্লুর রহমান ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতি লাখ মানুষের জন্য অন্তত একটি রেডিওথেরাপি মেশিন দরকার। সে হিসাবে আমাদের ন্যূনতম ১৬০টি থেকে ১৮০টি রেডিওথেরাপি মেশিনের প্রয়োজন। তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকের সংখ্যাও বেশ অপ্রতুল। সারা দেশে অনকোলজিস্টের সংখ্যা সাকল্যে ২৮০ জনের মতো। আমাদের দরকার কম করে হলেও দেড় হাজার।

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ