চিকিৎসকরা বলছেন, প্রাণঘাতী এই রোগের চিকিৎসায় প্রায় ৮০ শতাংশ রোগীর রেডিওথেরাপির দরকার হয়। দেশের সরকারি ৯টি হাসপাতালে এই সুবিধা থাকলেও বেশির ভাগ যন্ত্র নষ্ট। এ ছাড়া রয়েছে লোকবলসংকট।
জানা গেছে, বর্তমানে ক্যান্সারের চিকিৎসা চলা ৯টি সরকারি হাসপাতালের মধ্যে যেসব হাসপাতালে একটি করে মোট ছয়টি রেডিওথেরাপি যন্ত্র সচল রয়েছে, সেগুলো হচ্ছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। অকেজো ১১টি রেডিওথেরাপি যন্ত্রের মধ্যে ক্যান্সার হাসপাতালেই রয়েছে ছয়টি। এ ছাড়া ঢাকা মেডিক্যালে দুটি, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর মেডিক্যালে একটি করে অকেজো যন্ত্র রয়েছে।
সূত্র: কালেরকন্ঠ