মির্জা কাশেম-নূরুন্নাহার বেগমের কবর জিয়ারতে বশেফমুবিপ্রবি উপাচার্য

এস এম আল-ফাহাদ: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রয়াত সমাজসেবী, শিক্ষানুরাগী মির্জা আবুল কাশেম ও তাঁর সহধর্মিনী পরোপকারী নূরুন্নাহার বেগম এর কবর জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে মাদারগঞ্জের সুখনগরী এলাকায় পারিবারিক গোরস্থানে গিয়ে তাঁদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপাচার্য তাঁদের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, নূরুন্নাহার-মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি মির্জা গোলাম মওলা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে কবর জিয়ারত শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান অন্যদের নিয়ে নূরন্নাহার-মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট পরিদর্শন করেন।

উল্লেখ্য, মানবদরদী, দানবীর, শিক্ষা ও ধর্মানুরাগী আলহাজ্ব মির্জা আবুল কাশেম ও সদাপরোপকারী নূরুন্নাহার বেগম বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মির্জা আজম, এমপির মাতা-পিতা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নাম মহীয়সী নারী রত্নগর্ভা নূরুন্নাহার বেগম-এর নামে নামকরণ করা হয়েছে।

সর্বশেষ