রিপন কুমার সানা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে।
পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক গান ও নামসংকীর্তন, সন্ধ্যা আরতির মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে স্থাপিত মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে মণ্ডপে পূজা আরম্ভ হয়। এরপর থেকেই পূজা দেখতে ভিড় করেন দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষ্যে মণ্ডপ ও এর আশপাশে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।
পূজা শুরুর পর মণ্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। এ সময় রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাণী অর্চনা-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ মানুষকে নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়। আমাদের শিক্ষার্থীরা ধর্মীয় আচারচর্চা ও প্রতিপালনের মাধ্যমে আদর্শ, সৎ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠবে। আজকের দেবী পূজার এ পূণ্যক্ষণে সকলের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক আমি এ প্রত্যাশা করি।
উপাচার্য বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে একটি অসাম্প্রদায়িক ক্যাম্পাস। আমরা আধুনিক জ্ঞাননির্ভর মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই; যারা বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।