পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুই দিনের পদযাত্রা এবং ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে।

আগামী সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় গাবতলী মাজার রোড থেকে পদযাত্রা শুরু করে মিরপুর ১ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হবে।

আগামী সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে পদযাত্রা শুরু করে শ্যামপুরে গিয়ে শেষ হবে।

আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মুগদা থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।

সর্বশেষ