নড়িয়ায় সাবেক মেয়র রাড়ীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু রাড়ীর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ৪ হাজার (কম্বল) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) নড়িয়া পৌরসভার এলাকায় বাবু রাড়ীর নিজ বাড়ি থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শহিদুল ইসলাম বাবু রাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ওহাব বেপারী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন,প্রচার সম্পাদক শহিদ মোল্যা, ইউপি চেয়ারম্যান আনোয়ার মাতবর, জুয়েল শিউলী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ। এ সময় দলীয় বিভিন্ন স্তরের নেতরা উপস্থিত ছিলেন।

এসময় শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, বঙ্গবন্ধু কন্যা, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, মানুষের পাশে এবং সকল দুর্যোগে কিভাবে থাকতে হবে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবিক কার্যক্রম চালিয়ে যাবো। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন।

সর্বশেষ