শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের সখিপুর থানায় ৪৫০ গ্রাম গাঁজাসহ বিখ্যাত ৬টি চুরি মামলার আসামী কে আটক করেছে সখিপুর থানা পুলিশ। বুধবার রাতে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এরআগে ডিএমখালি ইউনিয়নের চরচান্দা এলাকায় একটি গ্রেজ
থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ও থানার সানকিপুর হাওলাদার বাড়ি গ্রামের সালাম চৌকিদার এর ছেলে খায়রুল চৌকিদার (২৫)
সখিপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ বিখ্যাত একজন চোর কে আটক করা হয়।
সখিপুর থানার ওসি আসাদুজ্জামান আসাদ হাওলাদার বলেন, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা ও চুরি করে আসছিলো।
তিনি আরও জানান, এর আগেও সে ৬ বার চুরি মামলায় গ্রেফতার হয়েছিল,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চুরি মামলা দায়ের করে। আদালতে সোপার্দ করা হয়েছে। তবে আমাদের এধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।