ই’নিউজকে দেওয়া একটি বিবৃতিতে প্রাক্তন স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে অভিনেতা জানান, লিসা তার দেখা সর্বাধিক হাস্যরসের একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী একজন। নিজের উপস্থিতিতে প্রতিটি ঘর আলোকিত করেছেন লিসা। তার মৃত্যুর সংবাদে হৃদয় ভেঙেছে বলে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা। প্রিসলির মৃত্যুর খবরকে ‘ধ্বংসাত্মক’ অভিহিত করে অভিনেতা আরো বলেছেন, ‘লিসা এখন তার ছেলে বেঞ্জামিনের সাথে পুনরায় মিলিত হয়েছে। সে শান্তিতে থাকবে।’ ২০২০ সালের জুলাই মাসে লিসা মেরির ২৭ বছর বয়সী ছেলে বেঞ্জামিন কিফ আত্মহত্যা করে মারা যান।
সূত্র: কালেরকন্ঠ