নরসিংদীতে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতামূলক পোস্টার ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী
জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান মহোদয়ের চিন্তাপ্রসূত সাম্প্রতিক একটি ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের সম্মুখে দৃশ্যমান স্থানে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতামূলক পোস্টারিং করা, যাতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন হতে সকল উপজেলার জন্য জেলা প্রশাসক মহোদয় পোস্টার হস্তান্তর করেন ০৮ জানুয়ারি, ২০২৩ খ্রি. তারিখ। মনোহরদী উপজেলার জন্য বরাদ্দকৃত ১৪০০ পোস্টার প্রতিষ্ঠানে বিতরণের অংশ হিসেবে আজ ০৯ জানুয়ারি, ২০২৩ খ্রি. তারিখ উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রেজাউল করিম কর্তৃক সরাসরি উপস্থিত হয়ে এবং আরও ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পোস্টার বিতরণ করা হয়।