মেহেদী হাসান শাহীন গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্ধান গ্রামের কৃতি সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মোঃ হারুন অর রশীদের জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ২ টার দিকে খাতিয়া বন্ধান সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় ভাবে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী নেতৃত্বে মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় গাজীপুর সদর থানা ফাঁড়ির ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লেয়াকত আলী, বাড়িয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান সহ বিশিষ্টজনেরা জানাযায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মোঃ হারুন অর রশীদ গত মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি তাঁর স্ত্রী সহ দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুনাগৃহী রেখে যান। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।