PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
অস্ট্রেলিয়ান ওপেনের রাজা জোকোভিচ

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ

অস্ট্রেলিয়ান ওপেনের চলতি আসরে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত শনিবারের ফাইনালে স্তেফানোস সিসিফাসকে প্রথম সেটে দারুণভাবে (৬-৩) হারিয়ে দিলেও দ্বিতীয় আর শেষ সেটে যথাক্রমে ৭-৬ (৭-৪) এবং ৭-৬ (৭-৫) সেটে হারিয়ে দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন জোকোভিচ। সাথে পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদালকে (২২) ছুয়ে পেলেন তিনি।

জোকোভিচ ২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন। এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে শিরোপা উৎসব করেন তিনি। করোনা ইস্যুতে গতবার খেলতে পারেন নি। এবার এই প্রতিযোগিতার শিরোপা পুনরুদ্ধার করলেন।

অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া জোকোভিচ ফরাসি ওপেন (২০১৬ ও ২০২১) জিতেছেন ২ বার। উইম্বলডনের (২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২২) জয় করেন ৭ বার। আর ইউএস ওপেন (২০১১, ২০১৫ ও ২০১৮) চ্যাম্পিয়ন হয়েছেন মোট তিনবার।

সর্বশেষ