আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠ মাতাবেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাশ।
আজ ভারতের কোচিতে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৩ এর মিনি নিলাম অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রথম ডাকে দল না পেলেও দ্বিতীয় ডাকে ৫০ লাখ টাকার ভিত্তিমূল্যে কলকাতা নাইট রাইডার্স নিজেদের দলে ভিড়িয়েছে বাংলাদেশী উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাশকে।
এবারের আইপিএলের মেঘা নিলামে মোট ৪০৫ ক্রিকেটারের নাম উঠবে। যার মধ্যে ২৭৩ জন ভারতীয়, ১৩২ জন বিদেশী। যাদের মধ্যে ৮৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। এছাড়া সর্বোচ্চ ৩০ জন বিদেশী ক্রিকেটারের ভাগ্য খুলবে মেঘা নিলামে।
এইদিকে দ্বিতীয় ডাকে লিটন ডাক পেলেও নিলামে এখনো অবিক্রিত আছে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আফিফ হোসেনের সাথে পেসার তাসকিন আহমেদ।