বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া মুন্সীগঞ্জের পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আইল্যান্ডের উপর একটি যাত্রীবাহী বাস উঠে গেলে বাসটি উল্টে যায়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে লৌহজংয়ের খানাবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের কোন যাত্রী নিহত না হলেও অন্তত ২০ জন আহত হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের টি আই জিয়াউল হায়দার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মেঘনা পরিবহন যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রিত হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে গিয়ে বাসটি উল্টে যায়। এ ঘটনায় বাসের ভিতরে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন কম বেশি সবাই আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।