জাম্বিয়ায় একটি সড়কের পাশ থেকে ২৭টি লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, লাশগুলো ইথিওপিয়া থেকে পাচার হওয়ার শরণার্থীদের। পরিবহণে লুকিয়ে পাচার করার সময় যারা দমবন্ধ হয়ে মারা গেছে।
রোববার জাম্বিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী লুসাকার উত্তরের একটি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা মৃতদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।