আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
আসন্ন কাতার বিশ্বকাপের পর আর বিশ্বকাপের মতো বড় মঞ্চে দেখা যাবে না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মেসি নিজেই।
আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে আসন্ন কাতার বিশ্বকাপের। ৩২ দলের এই মহাযজ্ঞে আর্জেন্টিনা ও অন্যতম ফেভারিট। কেননা বিশ্বসেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি যে খেলবেন তাদের হয়ে। তাইতো বিশ্বকাপের এই বিশ্বমঞ্চে মেসির হাতে শিরোপা দেখতে অধীর আগ্রহে বসে আছে মেসির ভক্তরা। তবে বিশ্বকাপ শুরুর আগে খোদ মেসি দিয়ে দিলেন ভক্তদের উদ্দেশ্য চমক! জানিয়ে দিলেন আসন্ন কাতার বিশ্বকাপের পর আর কখনো বিশ্বকাপের মতো এই বিশ্বমঞ্চে দেখা যাবে না ক্ষুদে এই ফুটবল নক্ষত্রকে।
সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক সেবাস্তিয়ান ভিনইয়োলোকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। তার ভাষ্য, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে, এটা নিশ্চিত। এই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি।’
বিশ্বকাপের আগে দারুণ ফর্মে আছেন মেসি।পিএসজির হয়ে যে খারাপ সময়টা কাটছিল তার, সেটাও কেটে গেছে। আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে তো সে ফর্মটা আরও ভালো! শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। সব মিলিয়ে তার দলের হার নেই ৩৫ ম্যাচ ধরে। সবশেষ হারটার পর কেটে গেছে আরও ৩ বছর।