উইম্বলডন টেনিসের শিরোপা জিতলেন জকোভিচ

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
অস্ট্রেলিয়ার নিক কিরিওসকে হারিয়ে টানা চতুর্থবারের মতো উইম্বলডন টেনিসের শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

এই নিয়ে ক্যারিয়ারে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। ফাইনালে নিক কিরিওসের বিপক্ষে প্রথম সেটটা ৪–৬ গেমে হারলেও পরের দুই সেট জিতেন ৬–৩, ৬–৪ গেমে। টাইব্রেকারে গড়ানো চতুর্থ সেটে ৭–৬ (৭/৩) গেমে জিতে এই সার্বিয়ান তারকা উইম্বলডনে টানা চতুর্থ শিরোপায় ছাড়িয়ে গেলেন রজার ফেদেরারকে।

২১তম গ্র্যান্ড স্ল্যাম জয় নিয়ে জোকোভিচ বলেন, ‘এবার শিরোপা জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারিনি। তবে হাল ছাড়িনি। শেষ পর্যন্ত দেখতে চেয়েছি কি হয়। শেষ পর্যন্ত শিরোপার স্বাদ নিতে পেরে খুবই ভালো লাগছে।’

এবারের উইম্বলডন জিতে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ে সুইজারল্যান্ডের ফেদেরারকে টপকে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ে শীর্ষ দুইয়ে উঠেছে জোকোভিচ। যেখানে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে বর্তমানে তিনে ফেদেরার। এইদিকে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সবার উপরে রাফায়েল নাদাল।

সর্বশেষ