Saturday, October 1, 2022
Homeবিনোদনঈদে মুক্তি পাচ্ছে মারুফ-প্রীতির নাটক ‘প্রেমশীপ’

ঈদে মুক্তি পাচ্ছে মারুফ-প্রীতির নাটক ‘প্রেমশীপ’

বিনোদন ডেস্ক:

‘প্রেমশীপ’ নামে একটি নাটক বানিয়েছেন পরিচালক ম ম পৃথ্বী। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল মারুফ ও প্রীতি আহম্মেদ।

নাটকটির মূল বিষয়বস্তু দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার গল্প। বিষয়বস্তু সবার পরিচিত হলেও গল্পটি অন্য সকল গল্পের থেকে একেবারে ভিন্ন। এই গল্পের মাধ্যমে পরিচালক বুঝাতে চেষ্টা করেছেন বন্ধুত্ব সম্পর্কের মাঝেও ভালোবাসা জন্মাতে পারে, প্রেম হতে পারে এবং সেই প্রেমের প্রণয়ও ঘটতে পারে।

‘প্রেমশীপ’ ভিন্ন রকম নাটকটি মুক্তি পাচ্ছে ঈদের তৃতীয় দিন। নাটকের সাথে সংশ্লিষ্টদের প্রত্যাশা সবার ভালো লাগবে এই গল্পটি।

নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন আব্দুল্লাহ আল মারুফ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। প্রেমশীপ ছাড়াও তিনি ১৮টি নাটকে কাজ করেছেন। ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা।

তিনি জানান, একজন অভিনয়শিল্পী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। প্রতিনিয়ত অনুশীলন এবং পরিশ্রমের মাধ্যমে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই দর্শকদের।

তিনি আরও জানান, আমি যতগুলো কাজ করেছি তারমধ্য অন্যতম হল ‘প্রেমশীপ’। আমি আশা করছি গল্পটি আপনাদের কাছে ভাল লাগবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular