ব্রিটিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানরা এক যৌথ উপস্থিতি থেকে চীনের হুমকি সম্পর্কে সতর্কতা উচ্চারণ করলেন। দুই মিত্র দেশের নিরাপত্তা সংস্থার এরকম যৌথ উপস্থিতি নজিরবিহীন ঘটনা।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, ‘চীন আমাদের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী হুমকি। ’ তিনি আরো বলেন, দেশটি সাম্প্রতিক নির্বাচনসহ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে।
অন্যদিকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ প্রধান কেন ম্যাককালাম বলেছেন, তার সংস্থা গত তিন বছরে চীনা কার্যকলাপের বিরুদ্ধে কার্যক্রম দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে এবং তা আবার দ্বিগুণ করা হবে। ম্যাককালাম বলেন, এমআইফাইভ এখন ২০১৮ সালের তুলনায় চীনা কমিউনিস্ট পার্টির কার্যকলাপ সম্পর্কে সাতগুণ বেশি ঘটনার তদন্ত চালাচ্ছে।
এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার রে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘চীন জোর করে তাইওয়ানকে অধিকার করতে চাইলে তা বিশ্বের দেখা সবচেয়ে ভয়ঙ্কর ব্যবসায়িক প্রতিবন্ধকতাগুলোর একটির সূত্রপাত করবে। ’
লন্ডনের টেমস হাউসে এমআই ফাইভ সদর দপ্তরে এটি ছিল দুই সংস্থার পরিচালকের প্রথম যৌথ প্রকাশ্য উপস্থিতি।
সূত্র: বিবিসি