আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ইতিহাসে অনেক ব্রাজিলিয়ান তারকারা খেলেছেন। অনেকেই ইতিহাস তৈরি করে গেছেন কিংবা করছেন। আবার অনেকেই ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন নিজেদের কৃতিত্বের জন্য। তাইতো এবার তাদের নিয়ে সর্বকালের সেরা ব্রাজিলিয়ান একাদশ তৈরি করলো স্কাই স্পোর্টস।
৩-৫-২ পজিশনে সাঁজানো স্কাই স্পোর্টসের একাদশে গোলকিপার হিসেবে অ্যালিসনকে টপকে জায়গা করে নিয়েছেন তরুণ এডারসন।
তিন সেন্টারব্যাক অপশনে স্কাই স্পোর্টস রেখেছেন বর্তমান সময়ে ইপিএল খেলা থিয়াগো সিলভার সাথে রাফায়েল এবং ডেভিড লুইজকে।
এইদিকে মিডফিল্ডে নিজেদের সেরা একাদশে স্কাই স্পোর্টস রেখেছে গিলবার্তো সিলভা, ফার্নান্দিনহো, ফ্যাবিনহো, জুনিনহো এবং ফিলিপ কৌতিনহোকে। আক্রমণভাগে আছেন বর্তমানে ইপিএল খেলা দুই স্ট্রাইকার ফিরমিনো এবং গাব্রিয়েল জেসুসকে।
একনজরে স্কাই স্পোর্টসের সাজানো ইপিএলে সর্বকালের সেরা ব্রাজিলিয়ান একাদশঃ
এডারসন (গোলকিপার), রাফায়েল, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, গিলবার্তো সিলভা, ফার্নান্দিনহো, ফ্যাবিনহো, জুনিনহো, ফিলিপ কৌতিনহো, ফিরমিনো এবং গাব্রিয়েল জেসুস।