আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে এপ্রিলের শুরুতে। সেই সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের দুইটি টেস্ট ম্যাচ খেলার জন্য থাকবেন দক্ষিণ আফ্রিকা সফরে। তবে সেই সফরে বাংলাদেশ জাতীয় দলের সাথে থাকবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব আইপিএলের নিলামে থাকা মানে যেকোন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলা প্রায় নিশ্চিত। যার কারণে আইপিএলের শেষ অংশে শ্রীলঙ্কা সফরের জন্য দলে থাকবেন না তিনি এমনটাই আইপিএলের নিয়ন্ত্রণ সংস্থা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের মতে, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে খেলবেন না, ওয়ানডে সিরিজ খেলেই দল ছাড়বেন আইপিএলের উদ্দেশে।
এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বলেন ‘সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে অবশ্যই খেলবে। তবে টেস্ট সিরিজ নিয়ে কিছু বলেনি।’
এইদিকে সাকিব আইপিএলের পুরো মৌসুম জুড়ে না খেলতে পারলেও বাংলাদেশ দলের হয়ে আইপিএল খেলে আসা আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান নিলামে দল পেলে খেলবেন পুরো মৌসুম। কারণ ওই সময়ে বাংলাদেশ দলের টেস্ট ব্যাতিত অন্য কোন সীমিত ওভারের খেলা নেই।