ঢাকাকে হারিয়ে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের নবম ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৩ রানে হারিয়ে টুর্নামেন্টের প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরুটা হয়নি ভালো। দলীয় ৯ রানের মাথায় ফজল হক ফারুকীর শিকার হয়ে সাজঘরে ফিরেন ওপেনার জাকির হাসান। ওপেনিং সঙ্গীকে হারিয়ে বেদিদূর যেতে পারেনি অন্য ওপেনার উইল জ্যাকস ফিরেন ২৬ রান করে। এইদিন উইকেটে থিতু হলেও বড় ইনিংস খেলতে পারেনি অধিনায়ক আফিফ হোসেন মাহমুদউল্লাহ রিয়াদের শিকার হয়ে ফিরেন ২৭ রান করে।

দলের এমন অবস্থায় বড় ইনিংস খেলতে পারেনি মেহেদি হাসান এবং আকবর আলি। তবে ষষ্ঠ উইকেট জুটিতে বেনি হাওয়েলকে সঙ্গী করে ৫৬ রানের জুটি গড়েন শামীম হোসেন। ব্যক্তিগত ৫২ রানের মাথায় শামীম হোসেন ফিরিয়ে সেই জুটি ভাঙেন এবাদত হোসেন। শামীম ফিরলেও হাওয়েলের ২৪ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ঢাকার হয়ে একটি করে উইকেট নেন মাশরাফি মুর্তজা, আরাফাত সানি, মাহমুদউল্লাহ, এবাদত হোসেন, কায়েস আহমেদ এবং ফজল হক ফারুকী।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি মিনিস্টার ঢাকার। ব্যক্তিগত ৭ রান করে শরিফুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফিরেন মোহাম্মদ শেহজাদ। তিনে ব্যাট করতে নেমে ইমাম উজ্জামান ফিরেন ৮ রান করে। আজ টপ অর্ডারে ব্যাট করতে নেমে ব্যাটে ঝড় তুলতে পারেনি মাশরাফি মুর্তজা ফিরেন ডাক হয়ে। মাশরাফির বিদায়ে ব্যাট করতে নামা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তামিম ইকবাল। তবে ব্যক্তিগত ২৪ রানে মাহমুদউল্লাহকে ফিরিয়ে জুটি আর বড় হতে দেয়নি মেহেদী হাসান।

মাহমুদউল্লাহ বিদায়ে শুভাগত হোমকে সঙ্গী করে পঞ্চম উইকেটে ৪৩ রানের আরেকটি জুটি গড়েন তামিম। ব্যক্তিগত ২২ রানে শুভাগতকে ফিরিয়ে নিজেদের জয়ের চাকা সচল রাখেন শরিফুল ইসলাম। তবে শেষ ওভারের নাটকীয়তায় নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানে আটকে যায় ঢাকা। ৫৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেনি তামিম ইকবাল। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরী দুইটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ এবং মেহেদী হাসান

এইদিকে দিনের অপর ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১৩ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় ফরচুন বরিশাল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানে আটকে যায় সিলেট সানরাইজার্স।

সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৪৮/৬ (২০ ওভার)
শামীম ৫২ আফিফ ২৭
মাহমুদউল্লাহ ১/ সানি ১/১৬

মিনিস্টার ঢাকা ১৪৫/৬ (২০ ওভার)
তামিম ৭৩* মাহমুদউল্লাহ ২৪
মৃত্যুঞ্জয় ২/২১ শরিফুল ২/২৮

ফলাফলঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ রানে জয়ী।
ম্যাচ সেরাঃ শামীম হোসেন

সর্বশেষ