এবার হচ্ছেনা কালিগঞ্জের নলতার ৫৮ তম ওরছ শরীফ

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেঁনেসার অগ্রদূত পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ স্থগিত করা হয়েছে।

মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ অনুযায়ী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এই সিদ্ধান্ত গ্রহণ করে নলতা কেন্দ্রিয় আহ্ছানিয়া মিশন।

উল্লখ্য, অন্যান্য বছরের ন্যায় আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ রোজ বুধ,বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সর্বশেষ